ত্রিপুরা দলের হাতে জার্সি তুলে দেওয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে।
আগরতলা, Dec 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে সম্পন্ন হল ত্রিপুরা দলের জার্সি প্রদান অনুষ্ঠান।এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় সহ, এিপুরা স্পোর্টস স্কুলের ইনচার্জ ভারতী নিগম সহ আরো অনেকে। উল্লেখ্য ১১ ডিসেম্বর থেকে অনুর্ধ ১৯ বালক-বালিকা উভয় বিভাগে জাতীয় স্কুল গেমসে অংশ গ্রহন করার লক্ষ্যে ৮ ডিসেম্বর ১৪ জন খেলোয়াড় ও ২ জন কোচ সহ ১৬ প্রতিনিধির রাজ্য দল রেল পথে পাঞ্জাবের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে।
পাশাপাশি চলতি বছরের ১২ ডিসেম্বর অনুর্ধ ১৭ বছরের জাতীয় বালিকা বিভাগের স্কুল গেমস এবছর অনুষ্ঠিত হবে এন এস আরসি সির জিমনাস্টিক হলে।একই সঙ্গে অনুর্ধ ১৭ বছর জুডো বালিকা খেলোয়াড়দের হাতে ও জার্সি তুলে দিলেন এদিন উপস্থিত অতিথিরা।