দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডির, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ
Agartala, Nov 08, 2023, ওয়েব ডেস্ক থেকে
কলকাতা, ৮ নভেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) । ৯ নভেম্বর, বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
গতকালই জন্মদিনে হাসিমুখে জনসংযোগ করতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিন্তু তার পরই ফের নিয়োগ দুর্নীতিতে তলব করা হল তাঁকে। আগামীকাল ৯ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। অভিষেক হাজিরা দেবেন বলে দলীয় সূত্রে খবর।
এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলায় যতবারই অভিষেককে ডাকা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে।
যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের পালটা দাবি, নিয়োগ দুর্নীতিতে তো অনেককেই তলব করা হচ্ছে। এ আর নতুন কী। একই সুর কংগ্রেসের গলায়। তাদের দাবি, যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তদন্তের স্বার্থে অভিষেককে ডাকার প্রয়োজন আছে, তাহলে না ডাকার কোনও কারণ নেই। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলাতে সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এর আগে কয়লা কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।