নর্থ ইস্ট প্যারা গেমসে রাজ্যের খেলোয়ারদের ২৩টি পদক অর্জন


newsagartala24.com Images

আগরতলা, Nov 29, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সদ্য সমাপ্ত হলো  গুয়াহাটিতে নর্থ ইস্ট প্যারা গেমস। এতে  দারুণ সফলতা অর্জন করলো রাজ্যের পাঁচজন প্যারা সুইমার সহ প্যারা এথলেটসরা। সুইমাররা হলেন সমীর বর্মণ, বিনীত রায়, সুকেশ সরকার, অভিজিৎ দেব ও সপ্তর্ষি পালরা।

প্যারা সুইমিংয়ে রাজ্যের হয়ে এই পাঁচজন প্যারা সুইমার অর্জন করলেন ১৬ টি পদক। এর মধ্যে ৫টি স্বর্ণ পদক, ১০ টি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ পদক রয়েছে। অপরদিকে প্যারা অ‍্যাথলেটিকসে রাজ্যের অ্যাথলেটরা অর্জন করল ৭  টি পদক যার মধ্যে চারটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক রয়েছে। ত্রিপুরা দলের চীফ দ্য মিশন তথা  কোচ দীপক দাস খুবই খুশি খেলোয়াড়দের পারফরম্যান্সে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হলো এই নর্থ ইস্ট প্যারা গেমস। রাজ্য দল রওনা হওয়ার পূর্বে রাজবাড়ীতে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন যুব বিষয়ক ক্রীড়া দফতরের অধিকর্তা এস বি নাথ সহ স্কুল স্পোর্টস বোডের যুগ্ম সচিব অপু রায় । তারা গোটা দলের প্রতি আগাম শুভেচ্ছা ব্যক্ত করেছিলেন। যার সফলতা অর্জন করল রাজ্যের প্যারা সুইমার ও এথলেটসরা।