নিট বিতর্কের মাঝেই সরানো হল NTA ডিজিকে
Agartala, Jun 22, 2024, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি: নিট বিতর্কে একেবারে লেজে গোবরে অবস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর। এরইমধ্যে বড় খবর সামনে এল। সরানো হল এনটিএ-র ডিরেক্টর জেনারেল বা ডিজিকে। এতদিন এই পদে ছিলেন সুবোধ কুমার। তাঁর জায়গায় এলেন প্রদীপ সিং খারোলা। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। নিট ও নেট নিয়ে যে বিতর্ক চলছে, নতুন করে পরীক্ষা নেওয়ার যে দাবি উঠছে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত এবার এই প্রদীপ সিং খারোলাকেই নিতে হবে।
প্রসঙ্গত, এই বিতর্কের আবহে বারবার সুবোধকুমার সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যাতে তাঁকে সরিয়ে দেয় উঠছিল সেই দাবি। এমনকী এবিভিপিকে পর্যন্ত রাস্তায় নামতে দেখা গিয়েছে। তবে নতুন ডিজির কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ, শনিবার তিনি এই দায়িত্ব পেলেন। আর রবিবারই রয়েছে পরীক্ষা রয়েছে ১৫৬৩ জনের, যাঁরা গ্রেস নম্বর পেয়েছিলেন।
এই পরীক্ষায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকরা উপস্থিত থাকবেন, থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফেও আধিকারিকরা। প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে পদক্ষেপ নেবে এনটিএ। মোট ৭টি কেন্দ্রে হবে পরীক্ষা। যার মধ্যে ৬টি নতুন কেন্দ্র।