পশ্চিম জেলা ভিত্তিক অ্যাথলেটিক্স আসরের প্রথম দিনেই দুর্দান্ত সাফল্য রেশন বাগান প্লেসেন্টার
আগরতলা, Dec 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
পশ্চিম জেলা ভিত্তিক অ্যাথলেটিক্স আসরের প্রথম দিনেই দুর্দান্ত সাফল্য রেশন বাগান প্লে সেন্টারের এথলেটদের।।।রাহুল রুদ্র পাল হাই জাম্পে অর্জন করলো প্রথমস্থান।সে রেশমবাগান প্লে সেন্টারের এথলেট। জিসান ঘোষ,লং জাম্প ইভেন্টে অর্জন করলো প্রথম স্থান।
একই সেন্টারের এথলেট সে ও।তাদের কোচ বীরেন্দ্র মজুমদার। সাত বছর ধরে তারা অনুশীলন করছে।রাহুলের বাড়ি নন্দন নগর ও জিসানের বাড়ি কাশিপুরে।দুজনেই কলেজ পড়ুয়া।