পাহাড়ি-বাঙালি সংঘর্ষে দু’দিনে পাঁচ জনের মৃত্যু


newsagartala24.com Images

bangladesh, Sep 21, 2024, ওয়েব ডেস্ক থেকে


অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এ বার পাহাড়ি-বাঙালি সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ। বুধবার গণপিটুনিতে একজনের মৃত্যুকে ঘিরে সংঘর্ষে আরও অন্তত চার জনের মৃত্যুতে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দারবন জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনও মুহূর্তে তা ‘ভয়াবহ দাঙ্গা’র চেহারা নিতে পারে বলে জানিয়ে দিল আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। পরিস্থিতি মোকাবিলায় তিন জেলাতেই জারি ১৪৪ ধারা।সূত্রের খবর, প্রাণের ভয়ে হাজার-হাজার মানুষ পার্বত্য চট্টগ্রাম ছাড়ছেন। অনেকেই ভারতের ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য করছে— এই বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে আজ, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামে যাবেন বলেও খবর।