পূর্বাঞ্চল এজি ক্যারামের উদ্বোধন।
আগরতলা, Nov 24, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
একাউন্টেট জেনারেল ত্রিপুরা অফিসের পরিচালনায় তিনদিন ব্যাপী পূর্বাঞ্চল ক্যারাম প্রতিযোগিতা আজ আগরতলায় শুরু হয়েছে। ত্রিপুরা সহ পূর্বাঞ্চলের মোট ১০টি দল এই আসরে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী সহ এজি ত্রিপুরা রনেন্দু সরকার, দুই সিনিয়র ডিএজি কাব্যদীপ যোশী ও তনুশ্রী বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রথমে ফিতা কেটে এবং পরে বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন হয় আসরের। বক্তব্য রাখতে গিয়ে বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী বলেন, ক্যারাম হল মাইন্ড গেম। এটি একটি পারিবারিক খেলাও। এর মধ্য দিয়ে নির্মল বিনোদনে হয়ে থাকে। এজি'র এই আসরের সাফল্য কামনা করে তিনি বিভিন্ন রাজ্য থেকে আসা অতিথি খেলোয়াড় ও অফিসিয়ালদের উৎসবের এই মরশুমে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলি ঘুরে দেখার আমন্ত্রণ জানান। স্বাগত ভাষনে এজি ত্রিপুরা রনেন্দু সরকার আসরের সফলতা কামনা করেন। পরে প্রাথমিক পর্বের খেলা শুরু হয়। মোট ৬৮ জন খেলোয়াড় পুরুষ ও মহিলা বিভাগে এই আসরে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে রাজ্যের আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্ত হজাগিরি নৃত্য অতিথিদের মন কেড়ে নেয়। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই আসর চলবে। এর পর এখানেই শুরু হবে এজি আন্ত: জোন ক্যারাম প্রতিযোগিতা।