প্রতিকূলতার মধ্যেও রাজ্যের ক্লিম্বাররা চমক দেখাল অরুণাচল ক্লাইম্বিং ওয়ালে।।


newsagartala24.com Images

আগরতলা, Jan 09, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


ত্রিপুরার ৪ প্রতিযোগী রোয়িং পৌঁছল বৃহস্পতিবার দুপুরে। আজ সকাল থেকে ২৬ তম পূর্বোত্তর স্পোর্ট ক্লাইম্বিং প্রতিযোগিতা শুরু হয়েছে সেখানে। প্রচন্ড কুয়াশা ও বিভিন্ন প্রতিকূলতার জন্য পৌঁছতে দেরী হওয়ায় রাজ্য দলের প্রশিক্ষকের বিশেষ অনুরোধে ত্রিপুরার ছেলেদের প্রতিযোগিতা বিকেলে রাখা হয়েছে। 
এদিকে সিনিয়র পুরুষদের সাগর দেবনাথ বোল্ডারিংয়ে সেমিফাইনালে পৌঁছেছে। জুনিয়র বালকদের একই ইভেন্টে হৃদয় দাস প্রথম রাউন্ডে জয়ী হয়ে ২য় রাউন্ডে উত্তীর্ন হয়েছে। প্রচন্ড শৈত্য প্রবাহকে উপেক্ষা করে রাত পর্যন্ত বৈদ্যুতিক আলোয় খেলা চলবে। আশা রয়েছে উভয়েই পদক জয় করে রাজ্যে ফিরবে