ফের ফ্লাডলাইট নিয়ে সরব হলেন সাইকেল বাবু,মাইক বাবুরা


newsagartala24.com Images

আগরতলা, Nov 25, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট ইস্যু। এই ফ্লাডলাইট নিয়ে নাকি ঘোটালা হয়েছে। এই নিয়ে টিসিএর বর্তমান কমিটি আদালতের দ্বারস্থ ও হলেন। আদালতে মামলা চলছে। এখনো কিন্তু মহামান্য আদালত থেকে কোনো রায় বের হয়নি। এর মধ্যেই টিসিএর বর্তমান কমিটির সচিব,সভাপতি, কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকজন পুলিশের মহানির্দেশকের কাছে গিয়ে হাজির।গলায় প্লে কার্ড ঝুঁলিয়ে, দোষীদের নাকি গ্রেপ্তার করতে হবে। প্রশ্ন হলো, যেই মামলা আদালতে বিচারাধীন ,যেখানে আদালত থেকে কোনো রায় ই বের হয়নি তাহলে কিসের ভিত্তিতে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলছেন টিসিএর বর্তমান কমিটির মাতব্বররা। তারা সরাসরি অভিযোগ করলেন বিগত দিনে যারা টিসিএর দায়িত্বে ছিলেন তাদের উপর।এককথায় অভিযুক্তদের রীতিমতো দোষী বানিয়ে দিলেন তপন লোধ, সুব্রত দেরা। এটা কি করে সম্ভব হলো।

আদালত এই মামলা পেয়ে এর জন্য সিট ও গঠন করেছে আদতে বিষয়টা কি তা জানার জন্য। কিন্তু তপন লোধ, সুব্রত দে, বাসুদেব চক্রবর্তী সহ বাকিদের যে তর সইছে না। সইবেই বা কি করে,তারা তো এখন নিজেরাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ব্যাকফুটে রয়েছেন। ক্ষমতায় আসার পর কত বড় বড় বুলি আউরে ছিলেন টিসিএর বর্তমান কমিটি স্টেডিয়াম নিয়ে, এখন তো সব কিছুই স্তব্ধ হয়ে গেছে। রাজ্যের ক্রিকেট প্রেমীদের প্রশ্নের মুখে রয়েছেন টিসিএর বর্তমান কমিটি। প্রাপ্ত খবর এরকম যে,খোদ মুখ্যমন্ত্রী ও টিসিএর বর্তমান কমিটির স্টেডিয়ামের ভূমিকা নিয়ে একদমই সন্তুষ্ট নন। টিসিএ সূত্রে খবর, নিজেদের আড়াল করতেই নাকি ফের ফ্লাডলাইট ইস্যু নিয়ে বাজার গরম করতে নেমেছেন তপন লোধ, সুব্রত দেরা। তবে জনগণ কিন্তু এখন অনেক সচেতন। আগের মতো লালু ভুলু নন এখনকার জনগণ। তারা বোঝে সব কিছুই।