ফেল করা আম্পায়ারদের বিরুদ্ধে সরব হলেন এবার এ গ্রেড পাশ করা আম্পায়ার তন্ময় ধর
আগরতলা, Jan 20, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
ফেল করা এক আম্পায়ার পাশ করা আম্পায়ারদের ক্লাস নিলেন। বা রে টিসিএ।এই হলো রাজ্য ক্রিকেট সংস্থার স্বচ্ছতা। এ গ্রেড আম্পায়ার তন্ময় ধর সোমবার মিডিয়ার সামনে স্পস্ট ভাবে এই অভিযোগ করে বললেন, ফেল করা আম্পায়ার সমীর বিশ্বাস তিনদিনের ক্যাম্পে পাশ করা আম্পায়ারদের ক্লাস নিলেন।অথচ সমীর নাকি নিজেই গত দুবছর ধরে আম্পায়ারদের কোনো পরীক্ষাতেই পাশ করেনি। সত্যি আজ সেলুকাস বেঁচে থাকলে,নিশ্চয় বলতেন, আজব টিসিএর গুজব কাহিনী চলছে বর্তমানে। এটাই কি টিসিএর স্বচ্ছতা,প্রশ্ন তুললেন তন্ময়।
একই সঙ্গে এ গ্রেড আম্পায়ার তন্ময় ধর অভিযোগ করেন, বিগত দুবছর ধরে তাকে কোনো ম্যাচই দিচ্ছে না টিসিএর আম্পায়ারিং কমিটি। উল্টো অযোগ্যদের দিয়ে একের পর এক ম্যাচ চালিয়ে নিচ্ছে ঘরোয়া স্তরে টিসিএ। তন্ময় অত্যন্ত আফসোসের সঙ্গে জানালো, সে নাকি বিরোধী দল করে।এর জন্য সমীর বিশ্বাস তাকে গত দুবছর ধরে ম্যাচ দেয় না। তন্ময় প্রশ্ন তুললেন , ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন মেশানো হবে। এই নিয়ে টিসিএর সভাপতির কাছে অভিযোগ পত্র ও জমা দিলেন তন্ময়। আজব বিষয় হলো, এই নিয়ে নাকি টিসিএর সভাপতি কিছুই জানেন না। তন্ময়কে তিনি বললেন,এই বিষয়ে তিনি কথা বলবেন আম্পায়ারিং কমিটির সঙ্গে। দারুন সভাপতি মহোদয়। আপনি টিসিএর সভাপতির চেয়ার আকড়ে আছেন,অথচ যোগ্য আম্পায়ার বঞ্চিত হচ্ছে,এত বড় বিষয়টা তিনি জানেনই না। টিসিএতে বসে তাহলে সভাপতি করছেন কি,প্রশ্ন আম জনতার।