বায়ুদূষণে শীর্ষস্থান দিল্লি


newsagartala24.com Images

আগরতলা, Nov 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


শীতকালে দিল্লির বায়ুদূষণ এতটাই ভয়াবহ পর্যায়ে থাকে যে, বিদ্যালয়গুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রতি বছরই শীতের শুরুতে বিশ্বের যে শহরগুলো বায়ুদূষণে শীর্ষে থাকে তার মধ্যে অন্যতম স্থানের অধিকারী নয়াদিল্লি দখল করেছে শীর্ষস্থান।

এসময় দিল্লির হাসপাতালগুলোতে ক্রমান্বয়ে দূষণজনিত রোগীর সংখ্যাও বাড়তে থাকে। এ বছরও দিল্লিতে একই চিত্র বিরাজ করছে। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে দিল্লির লাখ লাখ মানুষ। ঠিকমতো শ্বাসই নিতে পারছে না দিল্লিবাসী, দমবন্ধ হয়ে যাচ্ছে তাদের।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দূষিত নগরী দিল্লির হাসপাতালে শ্বাসকষ্টে জীবন-মরণ সংগ্রাম করছেন দীপক রাজাক নামে এক ব্যক্তি। 

সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে গেলে ৬৪ বছর বয়সি রাজাককে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কাজল। দ্রুত স্বাস্থ্যের অবনতিতে উদ্বিগ্ন তার পরিবার। সিএনএনকে রাজাক জানিয়েছেন, সম্প্রতি শ্বাসকষ্টের সঙ্গে তার কাশি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নিশ্বাস নেওয়াই এখন অসম্ভব হয়ে পড়ছে। বাসে করে হাসপাতালে আসার সময় তার দমবন্ধ হয়ে আসছিল বলেও জানিয়েছেন রাজাক। শুধু বায়ুদূষণে আক্রান্ত রোগীদের জন্য রাম মনোহর লোহিয়া (আরএমএল) নামের একটি হাসপাতাল স্থাপন করেছে দিল্লির সরকার।

হাসপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন বছরজুড়ে এই হাসপাতালে রোগী থাকে তবে শীতে তা দ্বিগুণ বা তিনগুণ হয়। দিল্লির পরিবেশ এতটাই ধোঁয়াশাচ্ছন্ন যে সেখানে দিনকেও রাত মনে হয়। অব্যাহতভাবে বিমানের ফ্লাইট বিলম্বের শিকার হচ্ছে। বড় বড় স্থাপনাগুলো একেবারেই অদৃশ্য হয়ে যায়।