বিজয় মার্চেন্ট : ১০ উইকেটে নাগাল্যান্ডকে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট ত্রিপুরার।
![newsagartala24.com Images](https://newsagartala24.com/backOffice/NewsImages/3259.jpg)
আগরতলা, Dec 18, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
দুর্দান্ত জয় পেয়েছে ত্রিপুরা। প্রত্যাশিতভাবেই হারিয়েছে নাগাল্যান্ডকে। তবে নাগাল্যান্ড কিন্তু পরপর দুই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে প্রথম সারিতে অবস্থান করছিল। কিন্তু ১০ উইকেট এর ব্যবধানে দারুন জয় ছিনিয়ে ত্রিপুরা একদিকে যেমন বোনাস সহ ৭ পয়েন্ট পেয়েছে। অপরদিকে নাগাল্যান্ডকে ছাপিয়ে যেতে সক্ষম হয়েছে। বিসিসিআই আয়োজিত বিজয় মার্চেন্ট ট্রফি পুরুষদের অনূর্ধ্ব ১৬ তিন দিনের ক্রিকেট টুর্নামেন্ট। যদিও মঙ্গলবারে শুরু হয়ে ম্যাচটি আজ দ্বিতীয় দিনেই শেষ হয়েছে। নাগাল্যান্ডের প্রথম ইনিংসে সংগৃহীত ৬০ রানের জবাবে ত্রিপুরার ব্যাটার্সরা ৪৯.২ ওভার খেলে ২০১ রানে বুধবারে ইনিংস শেষ করে।
নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬১ রান সংগ্রহ করলে ত্রিপুরার সামনে জয়ের জন্য ২০ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। ১৫ বল খেলে ত্রিপুরার ওপেনিং জুটি অর্থাৎ বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দশ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে ত্রিপুরা দল বোনাস সহ ৭ পয়েন্ট পেয়েছে। তিন ম্যাচের শেষে ত্রিপুরা দলের সংগৃহীত পয়েন্ট ১৪। প্রথম খেলায় বিহারের বিরুদ্ধে ম্যাচটি নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে এক পয়েন্ট পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা দল মিজোরামকে ২২৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে ৬ পয়েন্ট পেয়েছিল। গ্রুপের অন্য ম্যাচে সিকিম রয়েছে চালকের আসনে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। অপর খেলায় বিহার ইনিংস সহ জয়ের দোরগোড়ায় রয়েছে মিজোরামের বিরুদ্ধে।