ব্যপক উৎসাহে সম্পন্ন হলো দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস আসরের।
আগরতলা, Dec 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
সমাপ্ত হলো ২ দিন ব্যাপী রাজ্য সরকার আয়োজিত খেলো ত্রিপুরা প্যারা গেমসের আসর । রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে বুধবার থেকে শুরু হয়েছিলো এই আসর। যার পরিসমাপ্তি ঘটলো বৃহস্পতিবার আস্তাবল ময়দানে। ২ দিন ব্যাপী এই আসরে মোট ১৪ টি ইভেন্টে দিবাঙ ভাই,বোনেরা ব্যাপক উৎসাহ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলো ত্রিপুরা প্যারা গেমস কেন করা হলো স্বামী বিবেকানন্দ ময়দানে তার মূল লক্ষ্য সবার সামনে তুলে ধরলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। তিনি বললেন, রাজ্য সরকারের এই প্যারা গেমস করার একটাই লক্ষ্য, যাতে দিবাঙ ভাই,বোনেরা এটা অনুভব করেন, তারা ও সমাজের সবার মতোই। কারোর চেয়ে পিছিয়ে নেই তারা।প্যারা গেমস প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হলো আয়োজকদের তরফে। সমাপ্তি অনুষ্ঠানে খোদ উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের অধিকর্তা সহ আয়োজক কমিটির প্রত্যেকেই। দিবাঙ ভাই বোনেরা খুবই খুশি হলেন সরকারের এই আয়োজনে।একই সঙ্গে প্রায় ৩ হাজার দিবাঙ ভাই,বোনদের সরকারি ভাবে সামাজিক ভাতা ও দেবার ব্যবস্থা করলো রাজ্য সরকার।