ব্লাড মাউথ ক্লাবের ম্যানেজারের হাতে নিগৃহীত টিএফ এর গ্রাউন্ড স্টাফ, মাঠে এল পুলিশ।
আগরতলা, Sep 25, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
ব্লাড মাউথ ক্লাবের ম্যানেজারের হাতে নিগৃহীত টিএফ এর গ্রাউন্ড স্টাফ, মাঠে এল পুলিশ। নিলো জবানবন্দী টিএফের কর্মীর, থানায় হলো এফ আই আর।।।।।।।।।।।।
ম্যাচের পর ফের মাঠে উশৃঙ্খল আচরণ ব্লাডমাউথ ক্লাবের কিছু উগ্র সমর্থকদের। বল বয়ের পর এবার এবার টি এফ এর গ্রাউন্ড স্টাফ দিনেশ বাদ্যকরকে শারীরিক ভাবে নিগৃহীত করলো ব্লাডমাউথ ক্লাবের ম্যানেজার শিলাজিত ঘোষ। রেফারি সহ টি এফ এর কর্ম কর্তাদের গালিগালাজ করলো ব্লাডমাউথ ক্লাবের এইসব উগ্র সমর্থকরা। রীতিমতো মাঠের পরিবেশ নষ্ট করে ফেলল তারা। অতীতে এই পরিবেশ ছিল উমাকান্ত ময়দানে। এখন আবার তা ফিরিয়ে আনছে কেউ কেউ। দীনেশ বাদ্যকর মাঠের ভেতরে দরজায় দাঁড়িয়ে ছিলেন প্রতিদিনের মতো ডিউটিরত অবস্থায়। আচমকা গেট ভেঙে মাঠে হুড়মুড়িয়ে প্রবেশ করে ব্লাডমাউথ ক্লাবের টিমের ম্যানেজার শিলাজিত ঘোষ। তাকে সজোরে ধাক্কা মারে শিলা জিত। টি এফ এর কর্মী দীনেশ বাদ্যকর ছিটকে পড়ার মুহূর্তে টি এফ এর সহ সভাপতি অমিত দেব কোনো ভাবে সামলে নেয় তাকে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় টি এফ এর প্রত্যেক কর্মকর্তারাই। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় পুলিশে।
পুলিশ মাঠে এসে যথারীতি জবানবন্দি নেন দীনেশ বাদ্যকরের। এখন দেখার পুলিশ কতটা কি করে। তবে ব্লাডমাউথ ক্লাবের এই সব উগ্র সমর্থকরা ক্লাবের সুনাম যে নষ্ট করলো,তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এটা কোন ব্লাডমাউথ ক্লাব,তা নিয়েই উঠছে এখন মাঠে অবিরাম প্রশ্ন।