ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৯, উদ্ধার ৩০০ জন
Agartala, Nov 04, 2023, ওয়েব ডেস্ক থেকে
কাঠমান্ডু, ৪ নভেম্বর : শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল । এবার এর কেন্দ্র ছিল জাজারকোট জেলা। শক্তিশালী ভূমিকম্পের তীব্র কম্পনে হাজার হাজার বাড়িঘর তাসের ঘরের মতো পড়ে গেছে। সকাল হতে না হতেই ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জাজারকোট জেলায়। এখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২। ধ্বংসস্তূপের স্তূপে জীবন খোঁজা চলছে। মৃতদেহ দেখে মানুষের হৃদয় ফেটে যাচ্ছে। রুকুম পশ্চিম জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।
বিশাল ত্রাণসামগ্রী ও ওষুধ নিয়ে হেলিকপ্টারে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় রওনা হয়েছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। সেনাবাহিনীর মেডিকেল টিমও তার সঙ্গে রয়েছে। আশেপাশের জেলা থেকেও মেডিক্যাল টিম পাঠানো হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। এক আধিকারিক বলেন, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে আহতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা কম। আহতদের চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সবচেয়ে বড় সমস্যা। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে সুরক্ষেত ও কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে।