মধ্য কাশিপুরে যাত্রা শুরু হলো অনুভা ব্যাডমিন্টন একাডেমীর।
আগরতলা, Jan 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
মধ্য কাশিপুরে যাত্রা শুরু হলো অনুভা ব্যাডমিন্টন একাডেমীর। অবশেষে আত্মপ্রকাশ হলো অনুভা ব্যাডমিন্টন একাডেমির।শহর থেকে কিছুটা দূরে মধ্য কাশিপুরে দারোদঘাটন হলো এই ব্যাডমিন্টন একাডেমির। অনুভা পাল চৌধুরী। রাজ্যের অন্যতম একজন এন আই এস কোচ ব্যাডমিন্টন ইভেন্টে। বর্তমানে তিনি চাকরি জীবন থেকে অবসরপ্রাপ্ত।
তবে ব্যাডমিন্টনের প্রতি তার অমোঘ টান এখনো সেই আগের মতোই। বহু খেলোয়াড় তিনি তৈরি করেছেন রাজ্যে ব্যাডমিন্টন ইভেন্টে। যারা জাতীয় স্তরে রাজ্যের নাম কয়েক বার তুলে ধরেছেন স্বদর্পে। চাকরি জীবন থেকে অবসর নিয়ে তার জমানো অর্থরাশি দিয়ে সম্পূর্ন নিজের উদ্যোগ্যে গড়লেন এই ব্যাডমিন্টন একাডেমি। অনুভা দেবীর লক্ষ্য একটাই, শহর তো বটেই, শহরতলিতে ও যে ব্যাডমিন্টনে প্রতিভা রয়েছে তা বের করে আনা। এই একাডেমি খোলার মূল উদ্যেশ্য কি, তা সাংবাদিক বৈঠক করে বললেন এন আই এস কোচ অনুভা পাল চৌধুরী। এই সেন্টারে এখন থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা অনুশীলন করতে পারবেন। প্রশিক্ষন দেবেন খোদ অনুভা পাল চৌধুরী। পাশাপাশি প্রয়োজনে বহি রাজ্য থেকে ও কোচ এনে খেলোয়াড়দের আরো উন্নয় মানের প্রশিক্ষণ দেবার ও জানালেন তিনি।