মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত প্রাইজমানি রেটিং দাবা জমজমাট
Agartala, Nov 02, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত প্রাইজমানি রেটিং দাবা জমজমাট।
দুরন্ত অনুরাগ ভট্টাচার্য। রুখে দিলো নিজের থেকে বেশী রেটিং প্রাপ্ত দাবাড়ুকে। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয়বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-র যোগা হলঘরে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনে বিকেলে তৃতীয় রাউন্ডে ৪ টি অঘটন হয়। মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু অনুরাগ ভট্টাচার্য (১৩৩৬) ৬৪ ঘরের মস্তিস্কের লড়াইয়ে দুরন্ত খেলে রুখে দেয় সলিল কুমার ডি (১৭৩৮)কে।
এছাড়া তৃতীয় রাউন্ডে আরও দুটি অঘটন ঘটে। দেবাঙ্কুর ব্যানার্জি (১৪৬২) রুখে দেয় পশ্চিম বাংলার সৌরদীপ দেবকে (১৮৪৫) এবং ছার্বি চৌধুরি (১৪৫৬) রুখে দেয় বিষ্ময় বালিকা আর্শিয়া দাস (১৮০৮)কে এবং দিল্লি মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু সৌরিয়া চৌধুরি (১৪৮৮) দুরন্ত খেলে রুখে দেয় আসরের দ্বিতীয় বাছাই ডাংমেই বসকো (১৯০)কে। ওই তিনটি অঘটন ছাড়া শীর্ষবাছাইরাই জয়ের ধারা অব্যহত রেখেছেন। এদিকে দ্বিতীয় রাউন্ডে আসরের পঞ্চম বাছাই রাহুল সোরম সিং (১৮৩৯) এর বিরুদ্ধে দুরন্ত লড়াই ছুড়ে দিয়েছিলো শাক্য সিনহা মোদক (১২৭৪)। প্রায় ৪ ঘন্টার ম্যারাথন লড়াই শেষে শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে ত্রিপুরার শাক্যকে। এদিন আসরের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়। সংবাদ লিখা পর্যন্ত বেশ কয়েকটি বোর্ডের খেলা চলছে। আপাতত ৩ রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন সোরম রাহুল সিং, অজয় কুমার রাই, ইফতিকার আলম মজুমদার, বন্ধন আলংকর সাওয়াই,ঐশিক মন্ডল, দিল্লির মাহির তেনেজা এবং বোরা মহেন্দ্র। আড়াই পয়েন্ট নিয়ে ত্রিপুরার তিন দাবাড়ু আর্শিয়া, অনুরাগ, দেবাঙ্কুর, সাহিল, সৌরদীপ এবং হিমাংশু মৌটগিল শীর্ষ থাকা দাবাড়ুদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। শুক্রবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত: আসরের সহযোগিতায় রয়েছে মনোরঞ্জন ট্রাস্ট।