মেয়রের হাত দিয়ে উদ্ভোধন হলো পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক এথলেটিক্স চ্যাম্পিয়নশিপের।


newsagartala24.com Images

আগরতলা, Dec 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মেয়রের হাত দিয়ে উদ্ভোধন হলো পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক এথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলে প্রায় দুই শতাধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করলো দুদিনব্যাপী এই আসরে।এই আসর থেকেই বাছাই করা হবে রাজ্যভিত্তিক আসরের জন্য পশ্চিম জেলার দল।প্রয়াত শিক্ষক প্রদীপ কুমার দের স্মৃতিতে অরুন্ধতীনগর ইলিংশ মিডিয়াম স্কুল মাঠে শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক এথলেটিক্সের আসর। যার উদ্ভোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

সঙ্গে ছিলেন প্রয়াত শিক্ষের সহ সহ ধর্মিণী, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, পশ্চিম জেলার জেলা সভাধীপতি বলাই গোস্বামী  সহ প্রমুখরা। অতিথি হিসেবে আসার কথা ছিল বিধায়িকা মিনা রানী সরকারের। যার জন্য আয়োজকরা উদ্ভোধনের নির্ধারিত সময়ের পরই হলো আসরের উদ্ভোধন। প্রদীপ জ্বালিয়ে তৎসঙ্গে বাহারি রংয়ের বেলুন উড়িয়ে আসরের উদ্ভোধনের ঘোষণা করলেন মেয়র। এরপর প্রথা অনুযায়ী সংগীত শিল্পীরা গাইলেন উদ্ভোধনী সংগীত। পশ্চিম জেলার তিনটি মহকুমা থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করলো এই আসরে। উদ্ভোধনের পর হলো ভাষণপর্ব।অতিথিরা একে একে নিজেদের মতামত রাখলেন এই আসরকে ঘিরে।  এতে মেয়র সাহেব ওনার অভিমত ব্যক্ত করলেন দারুণ ভাবেই।।উদ্ভোধনের পর পবিত্র মশাল প্রবেশ করলো মাঠে। এথলেটরা এই মশাল তুলে দিলেন মেয়র সহ অন্যান্য অতিথিদের হাতে। খোঁজ নিয়ে জানা গেল দুদিনব্যাপী এই আসরের জন্য নাকি বাজেট তৈরি করা হয়েছে প্রায় এক লক্ষ টাকা।