রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভজনলাল, উপ-মুখ্যমন্ত্রী হলেন দিয়া ও প্রেম চাঁদ


newsagartala24.com Images

Agartala, Dec 15, 2023, ওয়েব ডেস্ক থেকে


জয়পুর, ১৫ ডিসেম্বর : রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা ভজনলাল শর্মা। শুক্রবার দুপুরে জয়পুরের রাম নিবাস বাগে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভজনলাল শর্মা। পাশাপাশি রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিয়া কুমারী ও প্রেম চাঁদ বৈরওয়া। সকলকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে বাবার আশীর্বাদ নেন ভজনলাল শর্মা। মায়ের আশীর্বাদও পেয়েছেন তিনি। ভজনলালের বাবা বলেন, “খুব আনন্দিত, সবই ঈশ্বরের লীলা।” ভজনলালের মা বলেছেন, “মানুষের আশীর্বাদ পেয়েছে ছেলে। প্রধানমন্ত্রী মোদীকে অনেক ধন্যবাদ। রাজ্যের উন্নয়ন হওয়া উচিত।” ভজনলাল এদিন সকালে বলেছেন, “সন্ত, গুরুজির আশীর্বাদ নিয়েছি আমি। প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব।”

জল্পনা ছিল অনেক, সে সব জল্পনায় জল ঢেলেই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা। যিনি রাজস্থান বিজেপির হেভিওয়েট নেতাদের পিছনে ফেলে দিয়েছেন। ভজনলাল শর্মার ডেপুটি অর্থাৎ উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেম চাঁদ বৈরওয়া ও দিয়া কুমারী। এই প্রথম বার বিধায়ক হয়েছেন ভজন। বিজেপির টিকিটে সঙ্গনেড় থেকে জিতেছেন তিনি। প্রথম বার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী। প্রায় অপরিচিত মুখ ভজনকে কেন মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব! সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছেন খোদ বসুন্ধরা রাজে।

ভজনলাল কীভাবে হলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের মতে, রাজস্থানে এক জন ব্রাহ্মণ নেতাকে মুখ্যমন্ত্রী করলে তা কখনওই অন্তত দলকে বিপাকে ফেলবে না। রাজস্থানে জাঠ আর রাজপুত ভোটারদেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই পরিস্থিতিতে এক সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করলে অন্য সম্প্রদায় চটে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্কে। ভজনলাল বিধায়ক হয়েছেন প্রথম বার। তবে ভজন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন চার বার। বরাবরই সংগঠনের দিকটি সামলেছেন। সেই এবিভিপিতে থাকার সময় থেকেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর।