রাজস্থান-সহ ৫ রাজ্যের কোথাও বিজেপি জিতবে না : অশোক গেহলট


newsagartala24.com Images

Agartala, Nov 30, 2023, ওয়েব ডেস্ক থেকে


জয়পুর, ৩০ নভেম্বর  : আবারও বিজেপির পরাজয়ের দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস অশোক গেহলট। বৃস্পতিবার গেহলট দাবি করেছেন, “এক্সিট পোল যাই বলুক না কেন, রাজস্থানে সরকার গড়বে কংগ্রেস। ৫টি রাজ্যের কোনওটিতেই জিতছে না বিজেপি।” এদিন সাংবাদিকদের মুখোমুখি অশোক গেহলট বলেছেন, “জনগণ রাজস্থানে আমাদের সরকারকে পুনরাবৃত্তি করবে এবং এ জন্য ৩টি কারণ রয়েছে। প্রথম কারণ, সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী কোনো ঢেউ নেই, এমনকী বিশেষজ্ঞরাও তা বলছেন। দ্বিতীয়ত হল মুখ্যমন্ত্রী, বিজেপির ভোটাররাও বলবেন, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ করতে কোনও কসরত রাখেননি। তৃতীয়ত হল প্রচারের সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা যে ভাষায় কথা বলেছেন, কেউই সেই ভাষা পছন্দ করেনি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে উত্তর প্রদেশের সুলতানপুর আদালত। এবিষয়ে অশোক গেহলট বলেছেন, “২০২৪ সালে তাঁদের (বিজেপি) মূল্য চোকাতে হবে। আগে প্রধানমন্ত্রী মোদীর আভা ছিল, এখন তা আর নেই। তারা বুঝতে অক্ষম যে… তাঁরা গণতন্ত্রকে হত্যা করছে। ইডি, আইটি এবং সিবিআই-কে জনগণের বাড়িতে পাঠানো হচ্ছে। তাঁরা এই সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা শেষ করছে… মানুষ এখন বুঝতে শুরু করেছে, তাঁরা অন্য কিছু করে এবং বলে অন্য কিছু।”