রেকর্ড স্কোর, ৫ শতাধিক রানের ব্যবধানে জয়ী হয়ে দারুণ শুরু এডি নগর প্লে সেন্টারের ।
আগরতলা, Jan 21, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
ছোটদের ক্রিকেটে রানের বন্যা। ৫ শতাধিক রান করে আবার পাঁচ শতাধিক রানের ব্যবধানে জয়ী হওয়ার দারুন রেকর্ড গড়ে লীগ অভিযান শুরু করল এডি নগর প্লে সেন্টার। ৫০৩ রানের ব্যবধানে বাধারঘাট কোচিং সেন্টার কে পরাজিত করে দারুণ সূচনা এডি নগর প্লে সেন্টারের। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গ্রুপ বি-এর খেলা। তালতলা স্কুল মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে এ ডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সকালে একটু কুয়াশার জন্য প্রায় ৪৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়েছে বলে ওভার সংখ্যা তিন করে কমিয়ে নেওয়া হয়। সীমিত ৪৭ ওভারে এডি নগর ছোটদের ক্রিকেটে রানের বন্যা। ৫ শতাধিক রান করে আবার পাঁচ শতাধিক রানের ব্যবধানে জয়ী হওয়ার দারুন রেকর্ড গড়ে লীগ অভিযান শুরু করল এডি নগর প্লে সেন্টার। ৫০৩ রানের ব্যবধানে বাধারঘাট কোচিং সেন্টার কে পরাজিত করে দারুণ সূচনা এডি নগর প্লে সেন্টারের। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গ্রুপ বি-এর খেলা। তালতলা স্কুল মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে এ ডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সকালে একটু কুয়াশার জন্য প্রায় ৪৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়েছে বলে ওভার সংখ্যা তিন করে কমিয়ে নেওয়া হয়। সীমিত ৪৭ ওভারে এডি নগর প্লে সেন্টার ছয় উইকেট হারিয়ে ৫৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্স বেশ নজর কেড়েছে। তবে ব্যাটিং পারফরম্যন্সে অধিনায়ক মৈয়ুক চৌধুরীর ১৪১ রান এবং সৌম্যজিৎ সরকারের ১১৩ রানের পাশাপাশি তূর্য চক্রবর্তীর ৮৩ রান, তুহিন দেবনাথ এর ৪৯ রান এবং শিবরাজ ভট্টাচার্য-এর ৪৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ময়ূখ ৭৮ বল খেলে ২৭টি বাউন্ডারি সহযোগে ১৪১ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে বাধার ঘাট কোচিং সেন্টার ২২.২ ওভার খেলে ৬২ রানেই ইনিংস ফুরিয়ে নেয়। এডি নগরের তুহিন ১৪ রানে তিনটি উইকেট তুলে নিয়ে অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। সতীর্থ দিব্যজ্যোতি ধরও তিনটি উইকেট পেয়েছিল ৫ রানের বিনিময়ে।