সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে ৪ মাঠে চারটি ম্যাচ আজ
আগরতলা, Dec 23, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট প্রতিযোগিতা। মঙ্গলবার হবে চারটি ম্যাচ। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে শক্তিশালী এডি নগর খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে নিপকো মাঠে খেতাবের অন্যতম দাবীদার প্রগতি প্লে সেন্টার খেলবে দুর্বল বাধার ঘাট কোচিং সেন্টারের বিরুদ্ধে, বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন মাঠে ক্রিকেট অনুরাগী খেলবে জিবি প্লে সেন্টারের বিরুদ্ধে এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে শতদল সংঘ খেলবে দশমী ঘাট কোচিং সেন্টারের বিরুদ্ধে।
মঙ্গলবার ফেভারিট হিসেবে ই মাঠে নামবে এডি নগর কোচিং সেন্টার, প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার এবং শত দল সংঘ। ৮ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়।