newsagartala24@gmail.com

+91 9366733938


হর ঘর তিরঙ্গা


newsagartala24.com Images

Agartala, Aug 13, 2023, ওয়েব ডেস্ক থেকে


“হর ঘর তিরঙ্গা” কর্মসূচির অধীনে ১৩ থেকে ১৫ আগস্ট বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সময়ে নিজস্ব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানও জানানো হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন, নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি রাঙিয়ে তুলুন তেরঙায়। প্রধানমন্ত্রীর বিশ্বাস, এতে দেশবাসীর মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।

রবিবার সকালে মাইক্রোব্লগিং সাইটে প্রধানমন্ত্রী মোদী নিজের মনের কথা তুলে ধরে লেখেন, “হর ঘর তিরঙ্গা আন্দোলনের চেতনায়, আসুন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিপি পরিবর্তন করি এবং এই অনন্য প্রচেষ্টাকে সমর্থন করি যা আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”