২৯ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিপিএম দলের রাজ্য সম্মেলন।
আগরতলা, Jan 23, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
আগামী ২৯ শে জানুয়ারি থেকে আগরতলায় তিন দিনব্যাপী রাজ্য সম্মেলন করতে চলছে সিপিএম দল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগামী ২৯ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিপিএম দলের রাজ্য সম্মেলন।
তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনে সিপিএম দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ করাত, বৃন্দা করাত, অশোক ধাবন সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সিপিএম দলের রাজ্য নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত থাকছেন আটটি জেলার কর্মী সমর্থক। বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে আগরতলার উমাকান্ত ময়দানে। আগরতলা টাউন হলে হবে রাজ্য সম্মেলন। রাজ্যে জনজীবনের সার্বিক বিষয় ও সমস্যা নিয়ে রাজ্য নেতৃত্বদের পাশাপাশি কথা বলবেন কেন্দ্রীয় নেতৃত্বরা। বৃহস্পতিবার আগরতলা মেলার মাঠে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সিপিএম দলে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক ছাড়াও রাজ্য নেতা নারায়ণ কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।