৬৮তম স্কুল জাতীয় কুরাসে ব্রোঞ্জ পদক রাজ্যের সোনালীর
আগরতলা, Jan 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
ছত্তিশগড়, রায়পুর শহরে অনুষ্ঠিত ৬৮তম স্কুল ন্যাশনাল কুরাশ (মার্শাল-আর্ট) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে অনুর্ধ ১৪ বছর বালিকা বিভাগে সোনালী দাস ব্রোঞ্জ পদক অর্জন করে ত্রিপুরার হয়ে। সোনালী দাসের বাড়ি খোয়াই জেলার অন্তর্গত বনকর গ্রামে। কৃষক পরিবারের সন্তান সে।
এই ৬৮ তম স্কুল কুরাশ প্রতিযোগিতায় এই প্রথম পদক আসে ত্রিপুরার এবং আরো পদক আসার সম্ভাবনা রয়েছে বলে জানালেন ত্রিপুরা কুরাস দলের কোচ তথা ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের সচিব রাহুল ভট্টাচার্য। সোনালী দাসকে ফোনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা কুরাশ এসোসিয়েশনের সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায় ও ত্রিপুরা ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ