আর ভয় নয় । সন্রাস ও হুমকির কাছে মাথা নত নয় CITU


newsagartala24.com Images

আগরতলা, Jan 06, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


জিরানীয়া মহকুমায় ভয়ের প্রাচীর ভেঙ্গে শ্রমজীবী  মানুষের উদ্দীপনাময় লড়াকু মিছিল ও গনডেপুটেশন  আর ভয় নয় । সন্রাস ও হুমকির কাছে মাথা নত নয় । শ্রমজীবী মানুষের অধিকার  ও নায্য দাবি আদায়ে লড়াই সংগ্রামকে আরও বেগবান করবই ।.গরীব শ্রমজীবীদের হুসিয়ারী শাসককে সন্রাস করে দমিয়ে রাখা রাখা যাবে না ।  
       সিআইটিইউ জিরানীয়া মহকুমা কমিটির উদ‍্যোগে ৬ জানুয়ারি মহকুমাভিওিক মিছিল ও ডেপুটেশন থেকে সংগ্রামী আওয়াজ ধ্বনিত
হয়  । সকাল ১০ টা থেকে মহকুমা এলাকার জিরানীয়া, রানীরবাজার , খয়েরপুর, খুমলুং ,  চম্পকনগর, ললিতবাজার , পুরাতন আগরতলা ,   
মান্দাই ব্লক এলাকা ,. দূর্গানগর সহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রমী শ্রমজীবী মানুষ  মান্দাই বাজারে সিপিআই (এম ) অফিসের সামনে জমায়েতে সমবেত হয়  ।    কাস্তে হাতুড়ি সিআইটিইউ  খচিত লাল ঝান্ডায়  সুসজ্জিত মিছিল মান্দাই বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিস প্রাঙ্গনে সভায় মিলিত হয়  । মিছিলের সামনের সারিতে ছিলেন সিআইটিইউ রাজ‍্য সভাপতি মানিক দে , জি এম পি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরন দের্ববমা , সিআইটিইউ জিরানীয়া মহকুমা সম্পাদক তপন দাস ও  সুভাষ দে ,  জিএমপি নেতা সিতানাথ  দের্ববমা, রঞ্জন দের্ববমা সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ ।  

১০ দফা দাবিতে সাড়া জাগানো গর্জমান মিছিল থেকে আওয়াজ উঠে --- গরীব শ্রমজীবী মানুষের স্বার্থে রেগা ও টুয়েপের কাজ বছরে ২০০ দিন দিতে হবে । দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে ।  প্রকল্প কর্মীসহ সমস্ত শ্রমক্ষেত্রে মাসিক মজুরি ২,৬০০ টাকা করতে হবে ।  নারীদের সামাজিক নিরাপত্তা সুনির্দিষ্ট করতে হবে ।  নির্মাণ শ্রমিক কল‍্যান পর্ষদ  প্রকল্পের সুযোগ নির্মান ক্ষেত্রের শ্রমিকদের দিতে হবে এবং শ্রমিকদের নাম নথিভুক্ত করনে নিয়মকানুন সরলীকরন করতে হবে  ।  
গরীব শ্রমজীবী মানুষের কাজের সংকট নিরসনে ব‍্যাপক কাজের সুযোগ সৃষ্টি করতে হবে  ।  মিড ডে মিল কর্মীদের ১২ মাসের মজুরি দিতে হবে ।  ৬০ বছরের  বেশি বয়স হওয়া সমস্ত শ্রমিকদের মাসিক ১০, ০০০ টাকা পেনসান দিতে হবে ।
বেআইনিভাবে বাতিল ৪০ হাজার ভাতা দ্রুত ফিরিয়ে দিতে হবে ।  দ্রব‍্যমূল্য বৃদ্ধি রোধে দ্রুত কার্যকরী উদ‍্যোগ নিতে হবে  ।  শ্রমিক বিরোধী সর্বনাশা নয়া শ্রম কোর্ড বাতিল কর  । শ্রমজীবী মানুষের গর্জমান সংগ্রামী মিছিল ও শ্লোগান নতুন লড়াইয়ের বার্তা দিল  । 

মান্দাইবাজারে শ্রমজীবী জনতার সামনে সভায় সংগঠনের রাজ‍্য সভাপতি  মানিক দে বলেন  ,  রাজ‍্যে বিগত ৭ বছরে স্বৈরাচারী বিজেপি, আই পি এফ টি ও তিপ্রা মথা সরকারের শাসনে
জনগনের সর্বনাশ করা ছাড়া  একটি কাজও জনগনের স্বার্থে করে নি ।  চারিদিকে কাজের হাহাকার  ।  গরীব মানুষ  অর্ধাহার অনাহারে থাকছে ।  এনিয়ে সরকারের কোনো হেলদোল নেই  । রাস্তাঘাট  বেহাল  , বিদ‍্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার পথে । বড়মুড়া , রুখিয়ায় বিদ‍্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার মুখে ।
জিরানীতা মহকুমা হাসপাতালের জন‍্য আসাম আগরতলা সড়কের পাশে  ভাস্কর কবরা পাড়ায়  নির্ধারিত জায়গা অনৈতিকভাবে পরিবর্তন করা হচ্ছে । যা বামফ্রন্ট সরকারের সময়ে
সিদ্ধান্ত ছিল  । জিরানীয়া   মোটর ষ্ট‍্যান্ররা বিন্দুমাত্রও উন্নয়ন সংকট নেমে  এসেছে ।  তিনি বলেন ,  শ্রমজীবীদের  যতগুলো প্রকল্প চালু হয়েছিল বিজেপি শাসনে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে  । এই সরজনগণের সর্বনাশকারী সরকার ।  তাই সকলস্তরের জনগনকে আরও বেশি বেশি করে লড়াইয়ের ময়দানে সামিল করতে তিনি  আহবান জানান  ।
সভায় জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরন দের্ববমা সিআইটিইউ'র উদ‍্যোগে মিছিল  ও গনডেপুটেশনকে অভিনন্দন জানিয়ে দাবি গুলোকে সমর্থন জানিয়ে  বলেন  , রাজ‍্যের প্রতিটি এলাকায় কাজের তীব্র সংকট চলছে ।  বিশেষ করে উপজাতি জনপদে এই সমস‍্যা আরও ভয়াবহ । মানুষকে অনাহারে থাকতে হচ্ছে  । কোথাও কোথাও মারাও যাচ্ছে ।  প্রচুর মানুষকে রাজ‍্য ছেড়ে  অন‍্য রাজ‍্যে কাজের জন‍্যে যেতে বাধ‍্য হতে হচ্ছে  ।  রেগার কাজ প্রতি বছরই কমছে । বিভিন্ন  দপ্তরের কাজও নেই ।  মানুষ বাচবে কি ভাবে ? কোথায় সরকার ?  দপ্তরের কাজও নেই ।  মানুষ বাচবে কি ভাবে ? কোথায় সরকার ?  সরকারি  অর্থ কোথায় খরচ হচ্ছে ? সর্বত্র শুধু দুর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে  ।  ভাতা প্রাপকদের ভাতা নিয়ে সরকার চরম
অনৈতিক কাজ করেছে । রাজ‍্যে ৪০ হাজারের উপর ভাতা বাতিল করা হল । গরীব মানুষের পেটে সরকার লাথি মারল। এটা মেনে নেওয়া যায় না ।  বিদ‍্যুৎ নিয়ে মানুষ মারাত্মক বিপদে পরেছেন ।  মারাত্মক ভাবে বাড়তি বিল উঠছে ।  উপজাতি এলাকার  অনেক ভিলেজে দিনের পর দিন বিদ‍্যুৎ যায় না । কিন্তু বিল উঠছে  ভীষণভাবে ।  কি হচ্ছে  ?   এ অবস্থায় লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই । সামনের দিনে লড়াই আরও তীব্র করার আহবান জানান  ।  সভায় সিআইটিইউ রাজ‍্য সাধারণ সম্পাদক পমশংকর দও বলেন ,  রাজ‍্যে বামফ্রন্ট সরকারের সময়ে কাজের জন‍্যে মানুষদের রাস্তায় বসে থাকতে হতো না ।  বাড়ি বাড়ি ঘুরতে হতো না । তখন কাজ মানুষকে খুজতো । শ্রমজীবী মানুষ সংকটকে ভীষণ জর্জরিত ।  শ্রমজীবীদের সমস্ত  অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিজেপি , তিথামথা ও আই পি এফ টি সরকারের শাসনে ।  এই সরকার মানুষের সমস‍্যার কথা শুনতে চায় না ।  সরকার  ও শাসক দল রাজ‍্য জুড়ে নৈরাজ্য কায়েম করেছে ।  এর বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করেই সরকারকে নীতি পরিবর্তনে বাধ্র করতে হবে ।  জিরানীয়া মহকুমায় সংগ্রামী শ্রমজীবী জনগনকে তিনি কর্মসূচিতে সামিল হওয়ায় সকলকে অভিনন্দন জানান  সভা শেষে সিআইটিইউ
মহকুমা কমিটির মহকুমা সম্পাদক তপন দাসের নেতৃত্বে ৬ সদস‍্যের প্রতিনিধি দল জিরানীয়া মহকুমা শাসক ও ম‍্যাজিষ্ট্রেডের নিকট ডেপুটেশনে মিলিত হয়ে ১০  দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দিয়ে নেতৃবৃন্দ বলেন ,  প্রতিটি দাবি দ্রুত কার্যকরী ক উদ‍্যোগ নিতে বলেন । মহকুমা শাসক দাবিগুলোর  যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় উদ‍্যোগ নেবেন বলে প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দিয়েছেন  । প্রতিনিধি দলে মহকুমা সম্পাদক তপন দাস ছাড়াও  অন‍্যান‍্যদের মধ‍্যে ছিলেন মনোরঞ্জন দাস ,  শ‍্যামল রুদ্রপাল , রনঞ্জিৎ দের্ববমা ,  হামিদ মিঞা ,  ললিত দাস  ।