সংবিধান গৌরব অভিযান নামক একটা নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি।


newsagartala24.com Images

আগরতলা, Jan 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


সংবিধান গৌরব অভিযান নামক একটা নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। গোটা দেশজুড়ে সংবিধানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে ১১ই জানুয়ারি থেকে ২৫ শে জানুয়ারি পর্যন্ত। সেই লক্ষ্যে মঙ্গলবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, স্বদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজের অর্থমন্ত্রী জানান সংবিধানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয়ভাবে। এ কর্মসূচির অন্তর্গত ১১ই জানুয়ারি রাজ্যের প্রতিটি মন্ডলে অনুষ্ঠিত হবে বিশেষ সভা। তারপর ১৭ ই জানুয়ারি রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিশেষ সভা ও মিছিল আর তারপর ২৫ শে জানুয়ারি একইভাবে অনুষ্ঠিত হবে বিশেষ কার্যক্রম। আরি গোটা বিষয়গুলোকে সঠিকভাবে সম্পাদিত করার লক্ষ্যে রাজ্যভিত্তিক এক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। একই সাথে অর্থমন্ত্রী আরও জানিয়েছেন এই উপলক্ষে জেলা স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে তদ্রূপ মন্ডল স্তরেও এই উপলক্ষে কমিটি গঠিত হবে।

এর মূল লক্ষ্যই হচ্ছে প্রতিটি বুথে বুথে যেন এই সংবিধান নিয়ে কার্যক্রম গুলো অনুষ্ঠিত হয়। এই অভিযানে সংবিধান নিয়ে বিরোধীদের যে অপপ্রচার চলছে তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন কার্যক্রম এবং জনসাধারণকে সংবিধানের বিভিন্ন বিষয় সঠিক ব্যাখ্যা সহ তুলে ধরা হবে। একই সাথে তিনি আরো বলেন এই সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার প্রদান করেছে এবং সকলের সর্বপ্রকার স্বাধীনতা নিরাপত্তা এবং অন্যান্য সুযোগের সমবন্টন নিশ্চিত করেছে।