পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতে


newsagartala24.com Images

আগরতলা, Jan 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল।এলাকায় চাঞ্চল্য।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতে।জানা গেছে,মঙ্গলবার সকালে লক্ষিনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চুরাইবাড়ি থানায় খবর আসে স্হানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জঙ্গলে মানব কঙ্কাল পাওয়া গেছে।সেই খবরের উপর ভিত্তি করে স্হানীয় থানার সেকেন্ড ওসি প্রিতিময় চাকমা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে ওই গ্রামের অর্চনা নাথ নামের এক মহিলা জঙ্গলে লাকড়ি কুড়াতে গেলে কঙ্কালটি ওনার নজরে আসে। পরে ষোর গুলো পড়ে যায় গোটা গ্রামে।

পুলিশ পরে এক্সুটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কালের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।এদিকে সেকেন্ড ওসি প্রিতিময় চাকমা জানান,কঙ্কালটি কোন প্রাপ্ত বয়স্ক মানুষের হবে।ধারনা করা হচ্ছে,কঙ্কালটি দুই থেকে তিন বছর পুরনো।তবে  স্হানীয়দের দাবি, গেলো দুই আড়াই বছর পূর্বে ঐ এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল।তাদের ধারনা এটি ঐ ব্যক্তির কঙ্কাল হতে পারে।যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।সাথে পরিত্যক্ত জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।