জিবি বাজারে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য


newsagartala24.com Images

আগরতলা, Jan 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


দমকল কর্মীদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পে রক্ষা পেল রাজধানীর জিবি বাজার। এদিন জিবি বাজারে একটি ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।অগ্নিকাণ্ডে মোট তিনটি দোকানের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে জিবি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
 মঙ্গলবার দুপুরে রাজধানীর জিবি বাজার এলাকার একটি ফলের দোকান থেকে হঠাৎ করেই কালো ধোয়া নির্গত হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের একটি মিষ্টির দোকানের ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাচলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন।

দমকলের তিনটি ইঞ্জিনের দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ৩০ মিনিট বাদে আগুন নিয়ন্ত্রণে আসে ।অগ্নিকাণ্ডে ফলের দোকান এবং তার পাশের একটি মিষ্টির দোকান আরো একটি দোকান ক্ষতিগ্রস্ত হয় ।এই ঘটনায় এক দমকল আধিকারিক জানান ,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষণ না করে ক্ষয়ক্ষতি আনুমানিক মূল্য নির্ধারণ করা যাবে না বলে জানান তিনি। এই ঘটনায় জিবি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।জিবি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অভিমত, দমকল কর্মীরা সময় মতো এসে আগুন নিয়ন্ত্রণের না আনলে পরে তা পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়তে পারতো দমকল কর্মীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।