উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী*


newsagartala24.com Images

আগরতলা, Dec 24, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 জয়ের ধারা অব্যাহত রাখলো প্রগতি প্লে সেন্টার। অনায়াসেই পরাজিত করলো বাধারঘাট কোচিং সেন্টারকে। ঋদ্ধিমান করের বিধ্বংসী স্পিনের ভেলকিতে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব - ১৩ ক্রিকেটে। নীপকো মাঠে মঙ্গলবার হয় ম্যাচটি। তাতে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় পেলো নয়নমণি দেববর্মণ ছেলেরা।

টানা দুই ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে গেলবারের রানার্স প্রগতি প্লে সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি নির্ধারিত ৪০ ওভারে ২১৯ রান করে। দলের পক্ষে ওপেনার শ্রেষ্ঠাংশু দে ৮৫ বল খেলে ১২ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩, উজ্জ্বল দেবনাথ ৫৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ এবং প্রাঞ্চল দাস ৪৪ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। বাধরঘাট কোচিং সেন্টারের পক্ষে দীপ্তনু দাস ২৪ রানে, মৃণাল সরকার ৩০ রানে, রোহিত সরকার ৩১ রানে এবং শ্রীশান্ত সরকার ৪৭ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ঋদ্ধিমান করের ভেলকিতে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় বাধারঘাট কোচিং সেন্টার। দলের পক্ষে রোহিত সরকার ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। প্রগতি ঋদ্ধিমান ৬ রানে ৫ টি এবং দেবপ্রিয় দে ১৫ রানে ২ টি উইকেট দখল করে।