এক ফোটা জলের জন্য গিরিবাসীদের সংগ্রাম! আঠারোমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকার সমস্যা সমাধানে ব্যর্থ সব সরকার।


newsagartala24.com Images

আগরতলা, Jan 06, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


এক ফোটা জলের জন্য গিরিবাসীদের সংগ্রাম! আঠারোমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকার সমস্যা সমাধানে ব্যর্থ সব সরকার।

প্রত্যন্ত এলাকার কচিকাঁচা শিশুরা অবাক জল সংগ্রহে জলের চাহিদা পূরণের দৃশ্য উঠে এলো খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি  ব্লকের অধীন ১৮ মোরা পাহাড়ের পাদদেশের ১৮ মুড়া এডিসি ভিলেজের ৪৫ মাইল এলাকা থেকে।
              পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনজাতি গিরি বাসীদের নিত্যদিনের সংগ্রাম। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা গুলির মধ্যে এমন পাহাড়ি জনপদ এলাকার রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির মতন হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় পানীয় জলের সংগ্রামীদের। ডান বাম কোন সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থতা বলা যায় অনেকাংশে। তবে যায় হোক না কেন জল ছাড়া জীবনে বেঁচে থাকার স্বপ্ন অধরা। হোক সে জল হোক পরিশ্রুত কিংবা অপরিশ্রুত। জল হলেই হল । সব ধরনের জল যোগ্য ভেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আজও সংগ্রহ করতে দেখা যায়। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকমি আর ডি ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশের এন এইচ-৮  সড়কের ৪৫ মাইল এলাকায় থেকে। দেখা গিয়েছে, এই এলাকারই দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাড়ি দিয়ে ড্রামের মধ্যে। শিশুটি জানায়, এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ, স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূরীকরণ সাহায্য করে। এই বয়স  থেকে জলের অভাব অনটন পরিলক্ষিত করে খুদে দুই শিশু পরিবারের জন্য নোংরা আবর্জনা মিশ্রিত রাস্তার পাশে জমে থাকা জলই সংগ্রহ করছে, কেবলমাত্র বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন রয়েছে তাই বলে।
              তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় উপজাতি জনপদ গুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতিধারা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ১৮ মোড়া পাহাড়ে বিভিন্ন এলাকায় পা রাখলেই করুন দৃশ্য উঠে আসে। বেঁচে থাকার সংগ্রামে কত কিছুই করতে হচ্ছে জনজাতি গিরি বাসীদের