এজি'র আন্ত: জোন ক্যারামে সেরা অন্ধ্র-তেলেঙ্গানা ক্রীড়া প্রতিনিধি।
আগরতলা, Dec 01, 2024, ওয়েব ডেস্ক থেকে
এজি'র আন্ত: জোন ক্যারামে সেরা অন্ধ্র-তেলেঙ্গানা
ক্রীড়া প্রতিনিধি।। এজি'র আন্ত: জোন ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা এজি এবং রানার্স তামিলনাড়ু 'এ' এজি দল। তিনদিন ব্যাপী এই আসর ব্যাপক উৎসাহে শেষ হয়েছে।
কুঞ্জবন এলাকায় পিএজি ত্রিপুরা কমপ্লেক্সে তিনদিনের এই আসরের শেষে শণিবার বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সুুদৃশ্য পুরষ্কার তুলে দেন রাজ্যের গর্ব পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার। অনুষ্ঠানে পিএজি ত্রিপুরার একাউন্টেট জেনারেল রনেন্দু সরকার, সিনিয়র ডিএজি কাভ্যদীপ যোশী ও সিনিয়র এডিজি তনুশ্রী বিশ্বাস উপস্থিত ছিলেন এবং পুরষ্কার তুলে দেন। আসরের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এজি অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার ভি. অনিল কুমার। এই বিভাগে এজি অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার আর ডি দীনেশবাবু রানার্স, এজি নাগপুরের রাজু ভাইসারে তৃতীয় হন। ১৬ জন ছিলেন লড়াইয়ে। মহিলা সিঙ্গেলসে ৮ জনের লড়াইয়ে এজি ঝাড়খণ্ডের রিঙ্কি রঞ্জন চ্যাম্পিয়ন, দিল্লি অডিটের রেশ্মী রঞ্জন রানার্স এবং এজি তামিলনাড়ুর ডি. স্বর্ণলতা তৃতীয় হন। ভেটারেন্স বিভাগে এজি তামিলনাড়ুর পি. সাইদর্শন খেতাব পান। এছাড়া এজি আমেদাবাদের এন কে কিতকে রানার্স ও এজি আসামের শীতল কুমার রায় তৃতীয় হন। মোট ৮ জন এই বিভাগে লড়াই করেন। চীফ রেফারি রিপোর্টে আসরের চমৎকার আয়োজনের জন্য পিএজি ত্রিপুরাকে ধন্যবাদ জানান। আধিকারিকদের সাথে তিনি রেফারি সহ আয়োজক কমিটির ধীমান গুপ্ত সহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান। আসরে মোট দুটি হোয়াইট স্লাম ও একটি ব্ল্যাক স্লাম হয়।