জন বিরোধী বাজেটের বিরুদ্ধে পথে নামবে সিপিআইএম -জিতেন্দ্র চৌধুরী


newsagartala24.com Images

আগরতলা, Feb 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জন বিরোধী বাজেটের বিরুদ্ধে পথে নামবে সিপিআইএম -জিতেন্দ্র চৌধুরী  গরিব মানুষের রক্ত চুষে ধনীদের শোষণের ক্ষেত্র তৈরি করতে এই বাজেট প্রস্তাব। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেট সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ।তিনি জানান ,এই বাজেটের বিরুদ্ধে গোটা রাজ্যে পথে নেমে প্রতিবাদ জানানো হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থ বর্ষের জন্য বাজেট প্রস্তাব পেশ করেছেন ।কেন্দ্রীয় সরকারের এই বাজেট প্রস্তাবকে জনববিরোধি  বলে আখ্যায়িত করেছে রাজ্য সিপিআইএম ।এদিন কেন্দ্রের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য সিপিআইএম সম্পাদক তথা বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন ক্ষেত্রগুলি তুলে ধরেন। বিরোধী দলনেতা জানান, বাজেট প্রস্তাবে এসটি খাতে গত বাজেটের তুলনায় মাত্র 3.4 শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ।তেমনি তপশিলি উপজাতি ক্ষেত্রে উন্নয়নকল্পে মাত্র ২.৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ গত বাজেটের তুলনায় প্রায় চার ভাগের এক ভাগ ।তিনি আরো জানান ,উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বর্তমান বাজেট প্রস্তাবে গত অর্থ বর্ষের তুলনায় তের হাজার কোটি টাকা কম ।বিরোধী জোলনেতা আরো জানান, দেশের ৩৫ শতাংশ লোক নিম্ন মধ্যবিত্তের অন্তর্ভুক্ত ।এই নিম্ন মধ্যবিত্তের জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে মাত্র ১২ লক্ষ কোটি টাকা ।কিন্তু আদানি আম্বানিদের জন্য এর চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। অথচ এদের জনসংখ্যা মাত্র এক শতাংশ। বিরোধী দলনেতার মতে, 2025-26 অর্থবছরে স্তাবিত বাজেট আরো একটি "ফর দা রিচ ,অফ দা রিচ" হয়েছে। গরিব মানুষের রক্ত চুষে বড়লোকদের শোষণের ক্ষেত্র তৈরি করা হয়েছে ।তাই এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বলে মন্তব্য করে তিনি জানান, এই বাজেটের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবে সিপিএম। এদিন সাংবাদিকদের সামনে প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটের কৃষি,শিক্ষা ,স্বাস্থ্য প্রবৃত্তি ক্ষেত্রে বরাদ্দ অর্থ নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।