সরস্বতী পুজো ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আবহ


newsagartala24.com Images

আগরতলা, Feb 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সরস্বতী পুজো ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আবহ. অঞ্জলি প্রদান ,আর ঢাকের তালে নাচ গানে উৎসবের আবহেই রবিবার রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজিতা হচ্ছেন মা সরস্বতী। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যম বিদ্যালয়ে বাগদেবীর বন্দনা উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে দেখা গেল এই উৎসবের আবহ।
রবিবার মাঘী শুক্লা পঞ্চমী। বিদ্যার দেবী সরস্বতী পুজো। রাজ্যেও রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া, ক্লাব এবং বাড়িঘরের নিষ্ঠার সাথে পূজিতা হচ্ছেন বাগ দেবী সরস্বতী ।এদিন রাজধানীর রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যম বিদ্যালয়েও বিদ্যা দেবীর পুজো হয় ।

সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকেই ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে হাজির হন ।কচিকাঁচারা অভিভাবকদের হাত ধরে চলে আসে বিদ্যালয়ে ।তিথি মেনে পুরোহিতের  মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজো ।সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঢাকের তালে তালে নাচের আসরে মেতে উঠে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা। সরস্বতী পুজো প্রসঙ্গে উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যমের এক শিক্ষক জানান, সনাতন ধর্ম অনুসারে বিদ্যার দেবী হলেন মা সরস্বতী ।প্রতিবছর বাসন্তী পঞ্চমীর দিনে বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এ বছরও আমরা বিদ্যালয়ে বাগ দেবীর আরাধনায় ব্রতী হয়েছি। ছাত্রছাত্রী ,শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মন্ডলী সবার উপস্থিতিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা।
বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে রবিবার সকাল সকাল অভিভাবকের হাত ধরে বিদ্যালয়ে হাজির প্রাথমিক বিভাগের কচিকাঁচারা।এদিন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দুই ছাত্রী জানায়, সরস্বতী মায়ের পুজো হচ্ছে বিদ্যালয়ে ।মা যেন তাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন এই আশীর্বাদই তারা মায়ের কাছে চেয়েছে,। পুজো উপলক্ষে খুব আনন্দ করছে বলে জানায় এই কচিকাঁচারা।