দিন দুপুরে বাড়িতে চোরের হানা, উধাও স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ
আগরতলা, Feb 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
দিন দুপুরে বাড়িতে চোরের হানা, উধাও স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ দিন দুপুরে বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালালো চোর। ঘটনা রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৭ নং ওয়ার্ডের উন্নয়ন সংঘ এলাকায়। ঘটনার সময় বাড়ি ফাঁকা ছিলো। পরবর্তীতে বাড়ি ফিরে এই দৃশ্য দেখতে পেয়ে বাড়ির লোকেরা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। এদিকে বাড়ির মালিকের বক্তব্য, এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকরা এই চুরিকাণ্ডটি সংগঠিত করেছে।
বাড়ির মানুষের অনুপস্থিতিতে দিন দুপুরে বাড়িতে হানা দিলো চোরের দল। নগদ প্রায় ২৯ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালালো চোর। ঘটনা রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৭ নং ওয়ার্ডের উন্নয়ন সংঘ এলাকায়। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে বাড়ির মালিক দিলীপ দেবনাথ জানান, পেশায় তিনি একজন গাড়ি চালক। কর্মসুত্রে প্রতিদিনের ন্যায় রবিবার দিনই সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি, সেই সাথে ওনার স্ত্রী এবং ছোট ছেলেও নিজ নিজ কাজে বেড়িয়ে যান। পরবর্তীতে দুপুর প্রায় ১টা নাগাদ ওনার বড় ছেলে ঘরে তালা দিয়ে কিছু কাজের জন্য এলাকার একটি দোকানে যায়। প্রায় ১ৎ ঘণ্টা পর দোকান থেকে বাড়ি ফিরে দিলীপ দেবনাথের বড় ছেলে দেখতে পায়, ঘরের দরজা খোলা এবং জানালাও ভাঙ্গা। এই খবর পেয়ে সাথে সাথে বাড়িতে ছুটে যান দিলীপ দেবনাথ। গিয়ে দেখতে পান, গোটা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সাথে ঘরে রাখা প্রায় ২৯ হাজার টাকা নগদ, একটি স্বর্নের চেইন এবং দামী তিনটি শাড়ি উধাও। সাথে সাথেই কলেজটিলা ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ছুটে এসে গোটা বিষয়টি যাচাই করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তবে বাড়ির মালিক দিলীপ দেবনাথের বক্তব্য, এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকরা এই চুরিকাণ্ডটি সংগঠিত করেছে। দিন দুপুরে এই ধরণের দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যদিও প্রতাপগড় এলাকায় চুরিকাণ্ড নতুন কিছু নয়। গত কিছুদিন পূর্বেও প্রতাপগড়ে এই ধরণের এক চুরি কাণ্ড সংগঠিত হয়েছিলো। সেই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছিলো পুলিশ। তবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে কোনো ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। প্রশাসনের তরফে কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে, আগামী দিনেও এলাকায় এই ধরণের ঘটনা ঘটতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।