টিসিএতে এখন রাজত্ব চালিয়েছেন টাকা বাবু।


newsagartala24.com Images

আগরতলা, Nov 27, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


টিসিএতে এখন বর্তমানে চলছে টাকা বাবুর রাজত্ব। টাকা বাবু যা বলবেন তা ই নাকি করতে হচ্ছে প্রত্যেককে। টিসিএতে এই টাকা বাবুর অবৈধ হস্তক্ষেপ নিয়ে রীতিমতো অতিষ্ট অনেকেই। টিসিএ সূত্রের খবর, ২০ লক্ষ টাকা খরচ করে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে পোস্ট অফিস চৌমুহনী স্থিত রাজ্য ক্রিকেট সংস্থার দালান বাড়ি। প্রশ্ন উঠছে, কোনো ধরনের টেন্ডার ছাড়া কি করে এত লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে টিসিএকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য।

টিসিএর নিয়ম অনুযায়ী তো ২লক্ষ টাকার বেশি কাজ হলেই টেন্ডার ডাকতে হয়। এক্ষেত্রে তো এমন কোনো কিছুই করা হয়নি। তাহলে এর পেছনে ও কি নিশ্চয় সেই মারিং বাণিজ্য রয়েছে,প্রশ্ন ক্রিকেট প্রেমীদের। এখানেই শেষ নয়, সদ্য সমাপ্ত হলো টিসিএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যদি ও এতে তিন বছরের পুরস্কার একসাথে দেয়া হলো বিভিন্ন ক্লাব ও প্লে সেন্টারগুলোকে। তবে প্রাপ্ত খবর এরকম যে, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি খরচ দেখানো হয়েছে ৩০ লক্ষ টাকার উপর।এর মধ্যে ভুরি ভোজ এবং আমোদ প্রমোদের খরচই বেশি। এই অর্থগুলোর খরচের হিসেব ভবিষ্যতে সিটের তদন্তের আওতাধীন আসবে না কে জানে।  তবে সব কিছুই নাকি টাকা বাবু কন্ট্রোল করছেন। বর্তমানে এই টাকা বাবুর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাম আমলে টিসিএতে যুগ্ম সচিবের দায়িত্বে থাকা ব্যক্তির  খোঁজ নিয়ে জানা গেল, এখনো কেন বাম মার্গীয় সেই যুগ্ম সচিব যোগাযোগ রেখেছেন টাকা বাবুর সাথে। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গেল, বাম জমানার কিছু অবৈধ পেমেন্ট যেটা তখনকার কমিটি পাস করেনি,সেই পেমেন্ট গুলো নাকি এবার ক্লিয়ার করতেই এই সখ্যতা।

টিসিএর অন্দর মহলের খবর, সেই পেমেন্ট গুলো পাইয়ে দেবার জন্য নাকি টাকা বাবুর সঙ্গে বাম মার্গীয় সেই যুগ্ম সচিবের চুক্তি হয়েছে। যা পেমেন্ট হবে তাতে অর্ধেক,অর্ধেক। রাজ্যের ক্রিকেট জাতীয় স্তরে হুড়মুড়ি খাচ্ছে।একের পর এক জাতীয় ম্যাচে কেবল হেরেই চলেছে রাজ্যদল। এগুলো না ভেবে টিসিএর বর্তমান কমিটির বেশ কয়েকজন এখন শুধু মত্ত কিভাবে সন্তর্পনে ক্রিকেটারদের অর্থ গিলে ফেলা যায়।