দাবা সেন্টারের আত্মপ্রকাশ হলো স্বামী বিবেকানন্দ ক্লাবে।
![newsagartala24.com Images](https://newsagartala24.com/backOffice/NewsImages/3340.jpg)
আগরতলা, Jan 06, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
দাবা সেন্টারের আত্মপ্রকাশ হলো স্বামী বিবেকানন্দ ক্লাবে। স্বামী বিবেকানন্দ ক্লাবে আত্মপ্রকাশ ঘটলো দাবা সেন্টারের।সোমবার বিকেলে এই দাবা সেন্টারের উদ্বোধন করলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি তথা আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক ।
সঙ্গে ছিলেন রাজ্য দাবা সংস্থার সহ সভাপতি প্রশান্ত কুন্ডু ,স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক, সভাপতি প্রমুখরা।এই সেন্টারে নিয়মিত দাবা প্রশিক্ষণ দেয়া হবে। উদ্ভোধনের পর দাবার বোর্ডে গুটি চালিয়ে এই সেন্টারের যাত্রা ও শুরু করলেন অতিথিরা। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ ক্লাব রাজ্য সরকারের অনুমোদিত দাবা' সংস্থার প্রাইমারি বডি হিসেবে স্বীকৃত পেলো।