নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিক উদযাপন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে।
আগরতলা, Jan 23, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিক উদযাপন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম জয়ন্তী আগরতলা সহ রাজ্যের সর্বত্র ও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কংগ্রেস দল। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কংগ্রেস ভবনে। এদিন কংগ্রেস ভবনের সামনে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এছাড়াও রাজ্যের সর্বত্র কংগ্রেস দলের পক্ষ থেকে নেতাজির জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন নেতাজি ছিলেন একজন অগ্রণী দেশপ্রেমিক সেনাপতি। নেতাজির জীবন আদর্শকে পাথেয় করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে তিনি আহ্বান জানিয়েছেন