নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা
আগরতলা, Jan 23, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।রাজধানী আগরতলা শহরের অন্যতম বনেদি স্কুল নেতাজীবী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে বিভিন্ন ধরনের ট্যাবলু অংশগ্রহণ করে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় নেতাজি স্কুলে এসে শেষ হয়। এদিন শোভাযাত্রা উপভোগ করতে রাস্তার দু'পাশে অসংখ্য মানুষজন দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় । উল্লেখ্য প্রতি বছরই নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে এ ধরনের রেলি অনুষ্ঠিত হয়