প্রীতি ক্রিকেট ম্যাচে জয় হলো লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির ক্রিকেটাররা।


newsagartala24.com Images

আগরতলা, Dec 29, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সৌহার্দ্যপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ।রবিবার ছুটির দিনে এই ম্যাচে  ত্রিপুরা প্রেস ক্লাবের সাংবাদিক ক্রিকেটাররা মুখোমুখি হলো লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির ক্রিকেটারদের । ভগত সিং যুব আবাস স্থিত ভোলাগিরি মাঠে  হলো জমজমাট এই প্রীতি ক্রিকেট ম্যাচ। ম্যাচে টসে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাবের অধিনায়ক অভিষেক দে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। যাকে সমর্থন করলেন সহ অধিনায়ক সুমন ঘোষ সহ দলের বাকিরা ও।ব্যাট করতে নেমে লংতরাই গুঁড়ো মশলার ক্রিকেটাররা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২২১ রান।

পাল্টা খেলতে নেমে আগরতলা প্রেস ক্লাব দল সব উইকেটের বিনিময়ে ১১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে ম্যাচটিতে অনায়াসেই জয় হাসিল করে নিলো লংতরাই শিবির। ম্যাচে একদল জিতলো তো আরেকদল হারলো।তবে আখেরে কিন্তু জয় হলো ক্রিকেটেরই। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথাটা সবার সামনে রাখলেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সচিব তথা স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে।আগরতলা প্রেস ক্লাবের তরফে লংতরাই গুঁড়ো মশলা দলের হয়ে যারা যারা খেললেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ও জ্ঞাপন করা হলো। একদিকে সাংবাদিকরা তাদের কর্ম ব্যস্ততার মধ্যে তো অপরদিকে লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির হয়ে যারা খেললেন তারা ও তাদের কাজের কিছুটা সময় এদিন মাঠে অতিবাহিত করে খুবই খুশি হলেন। প্রত্যাশিত ভাবেই দুদলের হাতে ট্রফি তুলে দেয়া হলো আগরতলা প্রেস ক্লাবের তরফে।