বডি বিল্ডিং ও ফিটনেস রাজ্যভিত্তিক আসর আজ।।


newsagartala24.com Images

আগরতলা, Dec 13, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসোসিয়েশনের রাজ্যভিত্তিক বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতা আজ হতে চলেছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বেলা ১১টায় আসরের উদ্বোধন হবে। দিনভর প্রতিযোগিতার পর সন্ধ্যায় হবে পুরষ্কার বিতরণ। সব মিলিয়ে আসরকে কেন্দ্র করে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। এবারের রাজ্য আসরের মূল আকর্ষণ হিসেবে শুক্রবার দুপুরে রাজ্যে এসেছেন ভারতীয় বডি বিল্ডিং-এর গুরু পদ্মশ্রী ও অর্জুন সম্মানে ভূষিত প্রেমচাঁদ ডোগরা। প্রথমবারের মত তিনি রাজ্যে এলেন। এর সাথে এসেছেন আন্তর্জাতিক বডি বিল্ডিং ফেডারেশনের সচিব তথা ভারতীয় ফেডারেশনের সচিব চেতন মনোহর পাথারে। উদ্বোধনী অনুষ্ঠান সহ বিকাল তিনটায় বিশেষ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষা কল্যানী রায়, বিধায়ক অভিষেক দেবরায়, পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে. সহ ট্রাফিক এস.পি মানিক লাল দাস, ডা. জে এল বৈদ্য প্রমুখ।
আসরের আগে শুক্রবার সকালে রবীন্দ্র ভবনে হয় বডি বিল্ডারদের বডি ওয়েট টেস্ট। এতে এন্ট্রি নেয়া খেলোয়াড়েরা তাদের বডি ওয়েট দেয়। এছাড়া বিভিন্ন সাব-কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। রাজ্য বডি বিল্ডার্স ও ফিটনেস এসোসিয়েশনের সচিব তনয় দাস জানান, আসরে সিনিয়র বডি বিল্ডিং, জুনিয়র বডি বিল্ডিং, ম্যান ফিজিক এবং প্রথম বারের মত ফিমেল মডেল ফিজিক প্রতিযোগিতা হবে। গতবছর প্রথম আসরে মেয়েদের ইভেন্ট ছিল প্রদর্শনী হিসেবে। এবার হবে প্রতিযোগিতা। রাজ্য আসরে সব মিলিয়ে রেকর্ড ১৫০ জন বডি বিল্ডার পুরুষ ও মহিলা বিভাগে লড়াই করবে। মোট প্রাইজমানি চার বিভাগে ১ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়া পদক, স্মারক সহ নানা আয়োজন খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে।