বহ্নিজ্যোতির তরফ থেকে অভয়নগর মহিলা আশ্রমের আবাসিকদের মধ্যে ফল মিষ্টি শুকনো খাবার তুলে দেওয়া হয়


newsagartala24.com Images

আগরতলা, Jan 23, 2025, ওয়েব ডেস্ক থেকে2025


আজ পরাক্রম দিবস তথা নেতাজী সুভাষচন্দ্র বসুর 129 তম জন্মজয়ন্তীর সকালবেলা বহ্নিজ্যোতির তরফ থেকে আগরতলা অভয়নগর অবস্থিত মহিলা আশ্রমের আবাসিকদের মধ্যে ফল মিষ্টি এবং অন্যান্য বিভিন্ন শুকনো খাবার তুলে দেওয়া হয়l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহ্নি জ্যোতির অর্গানাইজিং সেক্রেটারি  দেবাশীষ ভট্টাচার্য এবং বহ্নি জোতির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্যা ডঃ দেবযানী ভট্টাচার্যl ডক্টর দেবযানী ভট্টাচার্য পরাক্রম দিবসের বিভিন্ন দিক এবং ভবিষ্যতে আশ্রমের আবাসিকদের নিয়মানুবর্তিতার মধ্যে থেকে এক শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার আহ্বান জানানl উনি আরো বলেন ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে বসাতে পারলেই আমাদের পরাক্রম দিবসের যথার্থ সার্থকতাl উক্ত অনুষ্ঠানে মহিলা আশ্রমের সুপারেন্টেনডেন্ট শ্রীমতি বর্ণিত দেববর্মা স্থানীয় ব্লাড সান ক্লাবের পদাধিকারীগণ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ও উপস্থিত ছিলেন