বিক্রম, মনি শংকরের অর্ধশত রান সত্ত্বেও শেষ ম্যাচে হারলো ত্রিপুরা।।
আগরতলা, Dec 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
শেষ ম্যাচেও হারলো ত্রিপুরা। সৌরাষ্ট্রের কাছে চার উইকেটের ব্যবধানে। ক্ষীণ একটা আশা ছিল, টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক হবে। মূল পর্ব আগেই অধরা। এখন শেষ ম্যাচে জয়টাও অধরা রেখেই ত্রিপুরা দলের খেলোয়াড়রা ঘরমুখো টিকিট হাতে তুলে নিয়েছে। বিসিসিআই আয়োজিত সৈয়দ মুস্তাক আলী পুরুষদের সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বি গ্রুপের অন্তিম রাউন্ডের খেলায় সৌরাষ্ট্র ৪ উইকেটের ব্যবধানে ত্রিপুরাকে হারিয়েছে। আশা ছিল ত্রিপুরা থেকে জয়ের ব্যবধান আরো বেশি রেখে গ্রুপ স্থানটা ধরে রাখতে পারবে। মূলতঃ বরোদা অংক কষে খেলে সিকিমের বিরুদ্ধে ২৬৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে তিন নম্বর স্থান থেকে একলাফে একেবারে এককভাবে শীর্ষে উঠে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাবটিও ছিনিয়ে নিয়েছে। ইমারেল্ড হাইটস ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেলা দেড়টায় ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতেই ত্রিপুরা ১৩৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিক্রম কুমার দাসের ধারাবাহিক ব্যাটিং সাফল্যে দলের স্কোর কিছুটা সমৃদ্ধ হয়। বিক্রম ৪৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান সংগ্রহ করে। বেশ দায়িত্বের সঙ্গে মনিশঙ্কর মুরাসিং ৫১ রান সংগ্রহ করেছে ৩১ বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। সৌরাষ্ট্রের জাদেজা ১৯ রানে এবং চিরাগ জনি ২৪ রানে তিনটি করে উইকেট পেয়েছে। উনাদকাত পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ১৩.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। প্রেরক মানকরের ৪৬ রান, রুচিত আহিরের অপরাজিত ৩৭ রানের পাশাপাশি গজ্জর সমরের ২৪ রান ও তারাঙ্গ গোহেলের ২১ রান দলকে সহজ জয় পেতে অনেকটা সাহায্য করেছে। রাজ্য দলের বোলার পারভেজ সুলতান ও অজয় সরকার দুটি করে এবং মনিশঙ্কর মুরাসিং ও সৌরভ দাস একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লীগের অন্য খেলায় গুজরাট ৪৮ রানের ব্যবধানে কর্ণাটককে এবং তামিলনাড়ু ৯৪ রানের ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে