বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
আগরতলা, Dec 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো শুক্রবার।। স্থানীয় বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে এদিন দুপুর দুইটায় শুরু হলো এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে ২০২২-২৩ ও ২০২৩-২৪ বছরে বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে পুরস্কৃত ও করা হল। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, ,ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে, বিলোনিয়া নগর পঞ্চায়েতের শিক্ষা বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অনুপম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণধন চক্রবর্তী।