বিশ্ব এই দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠান
আগরতলা, Dec 01, 2024, ওয়েব ডেস্ক থেকে
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ বিশ্ব এই দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উদ্বোধন করে বলেন দেশে ৪০ শতাংশ এইডস সংক্রমনের প্রবণতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। ৮০ শতাংশ কমিয়ে আনা লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। যাতে ২০৩০ সালের মধ্যে এইডসমুক্ত দেশ গড়া যায়। সচেতনতাকে ভিত্তি করেই এই রোগের প্রবণতা কমিয়ে আনা সম্ভব। তাই এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখে তিনি। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে সচেতনতার কাজটাকে আরো সুদৃঢ় করতে হবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, অতিরিক্ত স্বাস্থ্য সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ করার অধিকর্তা ডঃ অঞ্জন দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি
প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দত্ত সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়া ও বিভিন্ন সামাজিক সংস্থা প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে এইডস এর উপর পোস্টারের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত ম্যারাথন রানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।