মুস্তাক আলী ক্রিকেটে চতুর্থ পরাজয় বরোদা ৭ উইকেটে হারালো ত্রিপুরাকে


newsagartala24.com Images

আগরতলা, Nov 29, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


পরাজয় আর পরাজয়। হারের সারণী থেকে বের হওয়ার কোনও পথ ত্রিপুরা যেন খুঁজে পাচ্ছে না। মোস্তাক আলী ক্রিকেটে টানা চার ম্যাচে পরাজিত হয়ে ত্রিপুরা অনেকটা তলানিতে। ৮ দলীয় বি গ্রুপে ত্রিপুরার অবস্থান এখন নবাগত সিকিমের সমপর্যায়ে ঠেকেছে। চতুর্থ রাউন্ডের খেলায় আজ, শুক্রবার ত্রিপুরা বরোদার কাছে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে। হলকার স্টেডিয়ামে বেলা ১১টায় খেলা শুরুতে টস জিতে বরোদা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেও ত্রিপুরা একইভাবে ব্যর্থতার পরিচয় দেয়। সীমিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক মানদীপ সিং সর্বাধিক ৫০ রান সংগ্রহ করে মান বাঁচায়। মানদ্বীপ চল্লিশ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। এছাড়া শংকর পালের ১৪ রান এবং পারভেজ সুলতানের অপরাজিত ১১ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছুতে পারেনি। বরোদার অতীত সিং তিনটি এবং পান্ডিয়া  দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বরোদা ১১.২ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে হার্দিক পান্ডিয়া সর্বাধিক ৪৭ রান সংগ্রহ করে। পান্ডিয়া ২৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৭ রান সংগ্রহ করে। এছাড়া ওপেনার মিতেশ প্যাটেল ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। রাজ্য দলের মনি শংকর মুরাসিং, সৌরভ দাস ও পারভেজ সুলতান প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লীগের অন্য খেলায় গুজরাট ১৯ রানের ব্যবধানে তামিলনাড়ু কে, সৌরাষ্ট্র ৪৩ রানের ব্যবধানে উত্তরাখণ্ডকে এবং কর্ণাটক আট উইকেট এর ব্যবধানে সিকিমকে পরাজিত করেছে।