মোদি সবচেয়ে দামি উপহার দিয়েছেন বাইডেনপত্নীকে


newsagartala24.com Images

আগরতলা, Jan 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর পরিবারকে ২০২৩ সালে মূল্যবান সব উপহার দিয়েছেন বিদেশি নেতারা। সবচেয়ে মূল্যবান উপহারটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন ।  জিল বাইডেনকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক হিসাব-নিকাশে এসব তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, ২০২৩ সালে মোদির উপহার দেওয়া হীরাটি ৭ দশমিক ৫ ক্যারেটের। সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ (এক ধরনের অলংকার)। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি ও তাঁর স্ত্রী এন্তিসার আমির। 

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নির্বাহী বিভাগের কর্মকর্তারা বিদেশি নেতা বা অন্য দেশের একই পদের কারও কাছ থেকে ৪৮০ ডলারের বেশি দামের উপহার পেলে তা ঘোষণা করতে হয়। ঘোষণা দেওয়া উপহারগুলো সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় সংরক্ষণাগারে পাঠানো হয় বা প্রদর্শনের জন্য রাখা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়ে থাকে।

 মোদির দেওয়া ২০ হাজার ডলারের হীরাটি হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের জিম্মায় থাকবে। অন্য উপহারগুলো জাতীয় সংরক্ষাণাগারে পাঠানো হয়েছে। বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া এই উপহারগুলোর মূল গ্রহীতারা সেগুলো মার্কিন সরকারের কাছ থেকে বাজারমূল্যে কিনে নিতে পারেন। তবে এমন ঘটনা বিরল। বিশেষ করে খুবই মূল্যবান উপহারগুলোর ক্ষেত্রে তা ঘটে না বললেই চলে।

প্রথম আলো

(বাংলাদেশ প্রতিনিধি)