রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচে ৩৫ আসাম রাইফেলস এর কাছে লড়াই করে হেরে গেল জেআরসি দল
![newsagartala24.com Images](https://newsagartala24.com/backOffice/NewsImages/3224.jpg)
আগরতলা, Dec 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
লড়াই হলো জমাটি।তবে শেষ পর্যন্ত হারতে হলো জে আর সিকে। এই হার থেকে অনেক কিছু শিক্ষা নিলো জে আর সি শিবির। শনিবার আসাম রাইফেলস গ্রাউন্ডে বরাবরের মতো এবছর ৩৫ আসাম রাইফেলস ব্যাটেলিয়নের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেললো জে আর সি দল। টসে জয়লাভ করলো ৩৫ আসাম রাইফেলস ব্যাটালিয়নের টিম। ফিল্ডিং পেয়ে জে আর সির অধিনায়ক ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পড়লেন । ১৬ ওভারের এই ম্যাচে ৩৫ আসাম রাইফেলস দল ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৮ রান। আসাম রাইফেলস দলের হয়ে ব্যাট হাতে স্কোর গড়েন বি এন বিশ্বাল ২৩, দীপক কুমার ২৭, জগন ২৪ ,দামকর ১৯ রান করেন। বল হাতে জে আর সির হয়ে দুটি করে উইকেট নেয় দিব্যেন্দু দে, বিশ্বজিৎ দেবনাথ ও মনোজিত দাস। একটি করে উইকেট দখল করে জাকির হোসেন ও অভিষেক দে 'রা। দুইজন ব্যাটসম্যান রান আউটের শিকার হলো ৩৫ আসাম রাইফেলস দলের। জয়ের জন্য জে আর সির সামনে টার্গেট দাঁড়ায় ১২৯ রানের। যাকে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত জে আর সি শিবির ১০ উইকেটের বিনিময়ে ৭৪ রানই করতে সক্ষম হয়। জে আর সির অধিকাংশ ব্যাটসম্যান এই ম্যাচে ক্লিক করতে পারেনি।এর মধ্যে ব্যতিক্রমী ব্যাটিং করলো মনোজিত দাস। উইকেট আগলে মনোজিত ৩৪ রান করে।তবে তার এই ব্যাটিং দলের পরাজয় রুখতে পারলো না।। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করলেন ৩৫ আসাম রাইফেলস দলের হরি রাম ও বিনীত শর্মা। স্কোরারের ভূমিকায় ছিলেন এই ব্যাটালিয়নেরই মৃনাল কান্তি সাল।ম্যাচের শুরুতে মাঠে ছিলেন জে আর সির সভাপতি সুপ্রভাত দেবনাথ। তবে ম্যাচের মাঝেই ওনাকে মাঠ থেকে চলে যেতে হলো জরুরি একটি কাজের জন্য।জে আর সি দলকে উৎসাহ যোগাতে এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম এক চিত্র সাংবাদিক পার্থজিত দত্ত।সঙ্গে ছিলেন অন্যান্য সাংবাদিকরা ও। বেশ খোশ মেজাজেই হলো এই প্রীতি ম্যাচ।৩৫ আসাম রাইফেলস ব্যাটেলিয়নের মেজর সৌরভ কুমারের তত্ত্বাবধানেই সম্পন্ন হলো এই ম্যাচ। ম্যাচে জয় লাভ করলো ৩৫ আসাম রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা।