শাসকদলীয় দুষ্কৃতীদের দ্বারাই সংঘটিত হয়েছে এছাড়া অন্য কোন কারণ হওয়ার সম্ভাবনা নেই ! জিতেন্দ্র চৌধুরী
আগরতলা, Jan 06, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
বড়জলা বিধানসভার নরসিংহগড় অন্তর্গত অনঙ্গ নগর এলাকায় সম্প্রতি চৌঠা জানুয়ারি এক বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়। স্থানীয় তপন শীলের বাড়িতে কিছু দুষ্কৃতিকারী গভীর রাতে বিস্ফোরক নিক্ষেপ করে আর তাতে ক্ষয়ক্ষতি হয় উক্ত বাড়িটির। জানা গেছে ক্ষতিগ্রস্ত তপনশীল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব হিসেবে পরিচিত। আর এই বিষয়টি বিস্তারিত জানতে পেরে সোমবার বিকেলে তপন শীলের বাড়িতে ছুটে যান বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য বিধায়ক ও দলীয় নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন এই ধরনের ঘটনা কে করেছে তা কেউ দেখতে পায়নি কিন্তু এটা স্পষ্ট এ ঘটনাটি শাসকদলীয় দুষ্কৃতীদের দ্বারাই সংঘটিত হয়েছে এছাড়া অন্য কোন কারণ হওয়ার সম্ভাবনা নেই। বিগত দিনে এই এলাকাতে বিজেপির বিধায়ক পরাজিত হয় এবং সিপিআইএম জয়যুক্ত হয়েছে এবং এলাকাতে তপনশীল সিপিআইএম কর্মী এবং গণতন্ত্রের ও সংবিধানের রক্ষার লড়াই য়ে অন্যতম সৈনিক হিসেবে পরিচিত। তাই পরিকল্পিতভাবে এই লজ্জাজনক ঘটনাটি সংঘটিত করেছে দুষ্কৃতিকারীরা যার নিন্দার কোন ভাষা নেই। অতীতেও এই ধরনের ঘটনা বারংবার সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে এই ঘটনাগুলোতে রাজ্যের প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। প্রশাসন শাসক দলীয়দের পক্ষ নিয়ে অনেক ক্ষেত্রে কাজ করে থাকে যার কারণে দুষ্কৃতীরা আইনের আওতায় আসেনা এবং প্রকৃত ঘটনাগুলো চাপা পড়ে যায়। রাজ্যে প্রকৃতভাবে শান্তি সম্প্রীতি এবং নিরপেক্ষ বার্তা বরণ তৈরি করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে দল মত নির্বিশেষে সকলের জন্য আইন সমান হতে হবে। আর তপন শীলের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে তাতে এটাই প্রমাণ করছে যে শাসক দল কতটুকু নির্লজ্জ ও ভীত সন্ত্রস্ত। তবে এ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এবং আইনের শাসন স্থাপনের লক্ষ্যে বামেদের লড়াই চলতে থাকবে।