শুভদীপ, কিষানের দাপটে অরুণাচলকে চাপে রেখে ইনিংস সহ জয়ের লক্ষ্যে ত্রিপুরা।।
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রথম দিনেই বিজয় পতাকা কার্যত উড়ালো ত্রিপুরা। এমন কোনও অঘটন না ঘটলে অরুনাচল প্রদেশের বিরুদ্ধেও ইনিংসে জয় পেতে চলেছে ত্রিপুরা। এবং ম্যাচ সম্ভবত শেষ হবে দুই দিনেই। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। কটকের এম জি এম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে ত্রিপুরা এগিয়ে রয়েছে ২০১ রান।
অরুনাচল প্রদেশের গড়া মাত্র ৫৩ রানের জবাবে প্রথম দিনের শেষে ত্রিপুরা ৮ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি গ্রুপের সবথেকে নীচের সারিতে থাকা দল অরুনাচল প্রদেশ। পূর্বোত্তরের পাহাড়ি ওই রাজ্যটি ২১.২ ওভার ব্যাট করে মাত্র ৫৩ রান করতে সক্ষম হয়। দলের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান তেচি তোমা যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতো তাহলে অরুনাচলের স্কোর ২৫ রানের গন্ডি পার হতো না। তেচি ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ত্রিপুরার পক্ষে শুভদীপ পাল ৯ রানে ৪টি, কিষান সরকার ১০ রানে ৩ টি এবং পৃথ্বিরাজ গোপ ১৪ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ত্রিপুরা ৬৮ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। বল হাতে সাফল্য পাওয়ার পর ব্যাট হাতেও দলকে ভরষা জোগালো কিষান সরকার এবং শুভদীপ পাল। দিনের শেষে ৫৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রানে অপরাজিত থেকে যায় কিষান। শুভদীপ ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যায়। নবম উইকেটে দুজন ৯৪ বল খেলে ৮২ রান যোগ করে অপরাজিত থেকে যায়। এছাড়া ত্রিপুরার পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২, দলনায়ক রাজদীপ দেবনাথ ৮৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং আধি দেবনাথ ৭৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। অরুনাচল প্রদেশের পক্ষে তাম্মা ৫৫ রানে ৩ টি এবং এমস ৩৯ রানে ২ টি উইকেট দখল করে।